আগামী ১৬ আগস্ট থেকে রাজশাহী কলেজে শুরু হচ্ছে ২০১৬ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্সের ফরম পুরণ শুরু হচ্ছে। পুরাতন সিলেবাসের অনলাইনে এই ফরম পুরণ চলবে আগামী ৩ সেপ্টেম্বর পর্যন্ত।
সোমবার কলেজের অধ্যক্ষ প্রফেসর মহা. হবিবুর রহমান সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের অনিয়মিত, অকৃতকার্য, বিভাগ উন্নয়ন এবং সার্টিফিকেট কোর্স শিক্ষার্থীরা ফরম পুরণ করতে পারবে।
কলেজের ফুলার ভবনের দ্বিতীয় তলায় সংস্কৃত বিভাগের এ কার্যক্রম চলবে। সকল গ্রুপের শিক্ষার্থীরা প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ফরম পুরণ করতে পারবে।
যে সকল শিক্ষার্থী শিক্ষাবর্ষ অনুযায়ী পরীক্ষার ফরম পুরণ করেনি তাদের পুর্নভর্তির মাধ্যমে ফরম পুরণ করতে হবে। এরা ২০১৬ সালের পুরাতন সিলেবাস অনুযায়ী অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ পাবে।
ফরম পুরণের নিয়মসহ খুটিনাটি জানতে বিজ্ঞপ্তিটি দেখুন
Leave a Reply