সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে রাজশাহী কলেজ সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত সামাজিক স্কুল। রোববার বিকালে মহানগরীর ভদ্রা এলাকার রেলওয়ে মাঠে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন সামাজিক স্কুলের প্রধান পৃষ্ঠপোষক ও রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মহা. হবিবুর রহমান।
এসময় বিশেষ অতিথি হিসেবে ছিলেন সামাজিক স্কুলের পৃষ্ঠপোষক ও রাজশাহী কলেজ সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. নাজনীন সুলতানা, সহকারী অধ্যাপক জাকির আল ফারুকী, প্রভাষক রোজিনা আফরোজ, নুসরাত জেরিন এ্যানি, সাদিকুল ইসলাম প্রমুখ।
এসময় আরো উপস্থিত ছিলেন সামাজিক স্কুলের উপদেষ্ট আলমগীর কবির সবুজ, সাধারণ সম্পাদক রাকিবুল হাসান, সহ-সভাপতি শাকিল আহমেদ, হুমায়রা নাজনীন, সহ-সাধারণ সম্পাদক সবণম মোস্তারী, সাংগাঠনিক সম্পাদক লাবণী আক্তার, সহ-সাংগাঠনিক সম্পাদক তামান্না খাতুন, সহ-অর্থ সম্পাদক রেবিনা খাতুনসহ সামাজিক স্কুলের শিক্ষক, রাজশাহী কলেজ রোভার ও রেঞ্জার গ্রুপের উপদেষ্টা ও সদস্যবৃন্দ।
Leave a Reply