Tag Archives: বিদায় সংবর্ধনা

ভূগোল ও পরিবেশ বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের, মাস্টার্স বিদায় সংবর্ধনা ২০১৬

রাজশাহী কলেজ বার্তা | | July 28, 2016 at 9:47 pm

আজ ২৮-০৭-২০১৬, বৃহস্পতিবার, রাজশাহী কলেজ অডিটোরিয়ামে ভূগোল ও পরিবেশ বিভাগের ২০১২-২৩ শিক্ষাবর্ষের মাস্টার্স বিদায় সংবর্ধনা ২০১৬ আয়োজিত হলো।

প্রতিটি সমাপ্তি নতুন শুরু পথ” এই স্লোগান সামনে রেখে ভূগোল ও পরিবেশ বিভাগ ও বিভিন্ন বর্ষের শিক্ষার্থীদের নিয়ে দুপুর ২:০০ ঘটিকায় মাস্টার্স বিদায় অনুষ্ঠান শুরু হয়। প্রথমে বিদায়ীদের নিয়ে বক্তব্য দেন বিদায়ী আয়োজনের সাথে সম্পৃক্ত শিক্ষার্থীরা। এর পর বিদায়ের অনুভূতি প্রকাশ করেন একজন বিদায়ী ছাত্র ও ছাত্রী।

প্রতিটি বিদায়ী শিক্ষার্থীদের একটি করে রজনীগন্ধা ফুলের স্টিক ও একটি করে পুরস্কার দেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী কলেজের মাননীয় অধ্যক্ষ, প্রফেসর মোহাঃ হবিবুর রহমান, তিনি প্রতিটি শিক্ষার্থীদের ভবিষ্যৎ যেন উজ্জ্বল হয়, সেই কামনা করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী কলেজের উপাধ্যক্ষ, প্রফেসর আল ফারুক চৌধুরী এবং অনুষ্ঠানের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন, ভূগোল ও পরিবেশ বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ইউ. এফ হোসনে আরা খানম।