write-news

রাজশাহী কলেজ বার্তায় লেখার নিয়মাবলী রইলো নিম্নে-

  • রাজশাহী কলেজ বার্তায় যে কেউ লিখতে পারেন। লেখা জমা দেয়ার জন্য এই ফর্ম টি পূরন এর মাধ্যমেও পাঠাতে পারেন আপনার বার্তা এবং ছবি। আমাদের প্রতিটি লেখার সাথে লেখকের নাম প্রকাশ করা হয়।
  • লেখা মৌলিক হওয়া বাঞ্ছনীয়। সাথে উপযুক্ত ছবি সংযুক্ত করলে ভালো হয়। পূর্ব প্রকাশিত কোনও লেখা, কিংবা কারো অনুকরণ করা লেখা জমা দিলে কোনও ভাবেই গ্রহণ যোগ্য নয়।
  • রাজশাহী কলেজ বা এর সাথে জড়িত যে কোনও বিষয় নিয়ে লেখা দেয়া যাবে। ইতিহাস- ঐতিহ্য হতে শুরু করে অনুষ্ঠান, ভ্রমণ, চর্চা, বই, সিনেমা, সহকার্যক্রম, সাহিত্ য(গল্প- কবিতা- প্রবন্ধ), .. ইত্যাদি ছাড়াও হতে পারে আরও নানান ধরনের বিষয়। রুচিশীল ও ভালো লেখা হলে তা অবশ্যই প্রকাশিত হবে।

 


[ap-form]